রান্নার গ্যাস লিক বালিগঞ্জে, বস্তিতে আগুন ছড়াতেই ৬ জন আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজনক – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
বালিগঞ্জের পেয়ারাবাগান বস্তিতে সোমবার দুপুরে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ আগুন লাগে। এই ঘটনায় ৬ জন বাসিন্দা আহত হন, যাদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। গুরুতর জখম দুই প্রৌঢ়াকে এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতঙ্কে ছোটাছুটি করার ফলেই অনেকে আহত হন। দমকল একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কলকাতা পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।