শিশুদের জন্য ‘নিরাপদ’ AI আনছে মাইক্রোসফট কেন জানেন – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট (Microsoft) এবার শিশুদের জন্য একটি বিশ্বাসযোগ্য, সীমাবদ্ধ এবং সম্পূর্ণ নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) তৈরির পথে। সম্প্রতি ‘ডিজিটাল রোম্যান্স’ নিয়ে AI প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ওঠা কিশোরদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অভিযোগের পরই এই ঘোষণা। সিইও মুস্তাফা সুলেইমান জানান, কোপাইলট (Copilot) হবে মানুষের বিকল্প নয়, সহায়ক প্রযুক্তি যা সমাজে সংযোগ বাড়াবে।