৩৫০ মিটার উঁচুতে ভাসমান স্টেডিয়াম! দেখলেই মাথা ঘুরবে, সত্যি নাকি স্বপ্ন? – এবেলা

এবেলা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, চোখ ধাঁধানো আলো ঝলমলে এক স্টেডিয়াম যেন শূন্যে ভাসছে! এমন রঙিন ও অত্যাধুনিক কাঁচের কাঠামোয় তৈরি স্টেডিয়াম দেখে নেটিজেনরা হতবাক। তারা প্রশ্ন তুলছেন, ‘এটা কি বাস্তবের কোনো কাঠামো নাকি কোনো ফ্যান্টাসি?’

আসলে এটি কোনো স্বপ্ন নয়। সৌদি আরব সরকার বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ বা আকাশ স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই স্টেডিয়ামটি তৈরি হবে ভূমি থেকে প্রায় ৩৫০ মিটার (প্রায় ১,১৪৮ ফুট) উচ্চতায়, যা এককথায় অবিশ্বাস্য। অনেকটা ইন্দ্রভবনের মতো দেখতে এই স্টেডিয়ামের প্রাথমিক নকশা বা রেন্ডারিং ভিডিওটি সম্প্রতি সেদেশের সরকার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পর থেকেই এটি ভাইরাল হয়েছে।

সৌদি আরবের ভবিষ্যৎ শহর ‘নিওম’-এর অন্তর্গত ‘দ্য লাইন’-এ এই স্কাই স্টেডিয়ামটি নির্মিত হবে। নাম দেওয়া হয়েছে ‘নিওম স্টেডিয়াম’। ২০৩২ সালের মধ্যে এই স্টেডিয়ামের উদ্বোধন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এই স্টেডিয়ামের প্রধান আকর্ষণ হলো এর অবস্থান এবং এটি ২০৩৪ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচের আয়োজক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ৪৬,০০০ দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি নির্মাণ করতে সৌদি আরব প্রায় ১ বিলিয়ন ডলার খরচ করবে বলে জানা গেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৫০০ কোটি থেকে ৮,০০০ কোটি টাকা।

প্রকল্প পরিকল্পনা অনুসারে, ২০২৭ সালে এর নির্মাণ কাজ শুরু হবে এবং পাঁচ বছরের মধ্যে অর্থাৎ ২০৩২ সালের মধ্যে এটি শেষ করার জন্য জোর প্রস্তুতি চলছে। ২০৩৪ ফুটবল বিশ্বকাপের জন্য সৌদি আরবের পাঁচটি শহরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে এই অত্যাশ্চর্য স্কাই স্টেডিয়ামটি অন্যতম আকর্ষণ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *