ঘূর্ণিঝড় মন্থা ধেয়ে আসছে বাংলা, কোন কোন জেলায় বৃষ্টির ভ্রুকুটি – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘মন্থা’ তীব্র রূপ নিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে। এর প্রভাবে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও ভারি বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।