ছট পুজোর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মন্ত্র পাঠ’ নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
সোমবার কলকাতার দই ঘাটে ছট পুজোর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি পুজোর কিছু মন্ত্রোচ্চারণ করেন। মুখ্যমন্ত্রীর সেই মন্ত্র পাঠ নিয়েই এবার তীব্র কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর মন্ত্র পাঠের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী ভুল মন্ত্র উচ্চারণ করেছেন। নিজের পোস্টে তিনি লেখেন, “সরস্বতী মন্ত্র ভুল, চণ্ডী পাঠ ভুল, ছট পুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে ভিরমি খাওয়ার জোগাড়! জেনে বুঝে করুন বা অজ্ঞতার নিদর্শন হোক, মূল ব্যাপার হলো সনাতন সংস্কৃতি রপ্ত করা এনার পক্ষে সম্ভব নয়…”।
বিরোধী দলনেতার এই মন্তব্যের ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর ছট পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তাঁর মন্ত্র পাঠের ধরন নিয়ে বিরোধী শিবির সরব হয়েছে।