৩ হাজার কোটির প্রতারক! ২ কোটি টাকার বিনিময়ে এসআই কেন ছেড়ে দিলেন অভিযুক্তকে? – এবেলা

এবেলা ডেস্কঃ
হায়দরাবাদ সিটি, ২৮ অক্টোবর: প্রায় ৩ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা মামলার এক গুরুত্বপূর্ণ অভিযুক্তকে মাত্র ২ কোটি টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন এক সাব-ইনস্পেক্টর (এসআই)। অভিযুক্ত পালিয়ে গেছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুল তথ্যও দেন তিনি। তবে কমিশনার সজ্জনারের নির্দেশে শুরু হওয়া অভ্যন্তরীণ তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ৩ হাজার কোটি টাকার আর্থিক জালিয়াতির একটি বড় মামলা নথিভুক্ত হয়। একাধিক ব্যবসায় বিনিয়োগ করে মোটা অঙ্কের লাভের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল। এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। তদন্তকারী দল জানতে পারে যে প্রধান অভিযুক্ত মহারাষ্ট্রের কোনো এক অঞ্চলে লুকিয়ে রয়েছে।
নিয়ম অনুযায়ী, অভিযুক্তকে ধরতে একজন সিআই-এর নেতৃত্বে দল পাঠানোর কথা থাকলেও, সেখানে একজন এসআই-এর নেতৃত্বে একটি দল পাঠানো হয়। দলটি অভিযুক্তকে আটক করে হায়দরাবাদে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেই এসআই এক মাস্টার প্ল্যান করেন। দলের অন্য সদস্যদের অন্ধকারে রেখে তিনি অভিযুক্তের সঙ্গে ২ কোটি টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার চুক্তি করেন।
চুক্তি পাকা হতেই এসআই অন্য পুলিশ কর্মীদের একটি গাড়িতে বসিয়ে নিজে অভিযুক্তের গাড়িতে ওঠেন। তিনি সুকৌশলে দুটি গাড়ির মধ্যে ৩০ কিলোমিটারের ব্যবধান তৈরি করেন। এরপর তিনি ফোন করে অভিযুক্তের পরিবারের সদস্যদের নির্দেশ দেন, ২ কোটি টাকা নিয়ে নির্দিষ্ট একটি হোটেলে আসতে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসআই অভিযুক্তকে নিয়ে সেই হোটেলে যান, টাকা নেন এবং অভিযুক্তকে ছেড়ে দেন।
পরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ও টাস্কফোর্স দলের কাছে মিথ্যা খবর দেন যে, পথে গাড়ি থামানোর সুযোগ নিয়ে অভিযুক্ত পালিয়ে গেছে। এর পরই টাস্কফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তারা তল্লাশি শুরু করেন। তবে এসআই-এর আচরণে সন্দেহ হওয়ায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়।
বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে, এসআই টাকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দিয়েছেন। সেই টাকা তিনি কোথায় নিলেন, কীভাবে নিলেন এবং কোথায় সরিয়েছেন, পুলিশ এখন সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে। জানা গিয়েছে, ২০২০ সালের ব্যাচের ওই এসআই টাস্কফোর্সে যোগ দেওয়ার পর থেকেই গোপনে নানা ধরনের বেআইনি কাজ ও সেটেলমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। দ্রুতই তাঁর বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে।