বকেয়া না মেটালে ফের দিল্লি অভিযান! সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের – এবেলা
October 29, 2025

এবেলা ডেস্কঃ
১০০ দিনের কাজের বকেয়া টাকা পরিশোধের বিষয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। একে ‘ঐতিহাসিক জয়’ আখ্যা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শীর্ষ আদালতের রায়ের পরও বকেয়া না মেটালে বাংলা আবার দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন শুরু করবে। এর আগে ২০২৩ সালে দিল্লিতে ধর্না কর্মসূচি করেছিলেন তিনি।