সুনসান হোটেলের প্রথম তলা থেকে ঝাঁপ, বিবস্ত্র অবস্থায় পড়ে গুরুতর আহত তরুণী! – এবেলা

এবেলা ডেস্কঃ
আগ্রা: আগ্রার একটি হোটেলে আচমকা কী ঘটল যে জীবনের ঝুঁকি নিয়ে প্রথম তলা থেকে ঝাঁপ দিতে হলো এক তরুণীকে? পুলিশি অভিযানের ভয়ে নাকি অন্য কোনো কারণে? মঙ্গলবার দুপুরে সিকান্দ্রা থানার শাস্ত্রীপুরমের আরভি লোধী কমপ্লেক্সে অবস্থিত ‘দ্য হেভেন’ হোটেলে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। এই কাণ্ডের পর থেকেই তরুণীর প্রেমিক ও হোটেলের কর্মীরা ঘটনাস্থল থেকে পলাতক।
জানা গিয়েছে, পুলিশ অভিযানের খবর পেয়েই নাকি আতঙ্কিত হয়ে ওঠেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে হোটেলের প্রথম তলার ঘর থেকে নিচে ঝাঁপ দেন তিনি। সেই সময় তাঁর শরীরে কোনো পোশাক ছিল না। নিচে পড়ার ফলে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরুণী খেরিয়া মোড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ভিন্ন দাবি
স্থানীয়দের দাবি, পুলিশ হোটেলে হানা দিয়েছিল। সেই ভয়েই ঘর থেকে বেরিয়ে এক কোণে রাখা ডাক্টে (Duct) লুকিয়ে পড়েন তরুণী। ডাক্টটি দুর্বল হওয়ায় তা ভেঙে তিনি নিচে পড়ে যান।
অন্যদিকে, এসিপি অক্ষয় মহাদিকের দাবি, হোটেল থেকে এক তরুণী পড়ে যাওয়ার খবর পেয়েই পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ইতিমধ্যেই হোটেল মালিককে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
জন্মদিনের সাজসজ্জা, সন্দেহের কেন্দ্রে রুম নম্বর ৪
পুলিশ সূত্রে খবর, হোটেলের ভেতরে জন্মদিনের অনুষ্ঠানের সাজসজ্জা পাওয়া গিয়েছে। ‘দ্য হেভেন’ হোটেলে মোট পাঁচটি ঘর ও একটি হল রয়েছে। তল্লাশির সময় ঘর নম্বর-৪ জন্মদিনের জন্য সাজানো ছিল। বাকি ঘরগুলো ছিল এলোমেলো। পুলিশ সন্দেহ করছে, আহত তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে ওই ঘরেই ছিলেন এবং দুজনের মধ্যে একজনের জন্মদিন উদ্যাপন চলছিল।
পুলিশ বর্তমানে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলছে এবং হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। স্থানীয়দের অভিযোগ, এই হোটেলে প্রায়শই সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা ছিল। হোটেলের পুলিশ রেকর্ডেরও খোঁজ নেওয়া হচ্ছে।
এই ঘটনায় হোটেল ব্যবসায় অবৈধ কার্যকলাপের কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।