‘বিজেপি সিএএ চাপানোর চেষ্টা করলে, পা ভেঙে দেব,’ SIR নিয়ে হুঁশিয়ারি ফিরহাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সিএএ (CAA) চাপানোর চেষ্টা করা হলে তার ‘পা ভেঙে দেওয়ার’ মতো চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ডাকা ভোটার তালিকা সংশোধনের (SIR) সর্বদলীয় বৈঠকের পরেই এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি, যা ঘিরে রাজ্য-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের ডাকা ওই সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকা সংশোধনের ফর্ম ও পরিচয় যাচাইয়ের পদ্ধতি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। বৈঠকের পরেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হন।

সাংবাদিকদের তিনি স্পষ্ট জানান, “আমরা চাই যেন কোনও বৈধ ভোটার তালিকা থেকে বাদ না যায়। কিন্তু যদি বিজেপি আর নির্বাচন কমিশন মিলে সিএএ চাপাতে চায়, তাহলে তাদের পা ভেঙে দেব।”

একইসঙ্গে তিনি উত্তর ২৪ পরগনার এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে এনআরসি-র (NRC) ভয়ের কথা উল্লেখ করেন। ফিরহাদ হাকিম বলেন, মানুষ ভয় পেয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। বাংলায় সবাই শান্তিতে থাকবে। তাঁর কথায়, মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই।

অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন পৃথক সাংবাদিক বৈঠকে সিএএ ও এনআরসি নিয়ে বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছেন। তাঁর দাবি, ত্রুটিমুক্ত ভোটার তালিকা (SIR) তৈরিতে তৃণমূলের ভয় নেই। কিন্তু একটিও বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলা তার জবাব দেবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশের সঙ্গে যখন ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে, তখন ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া (SIR) শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? তিনি দৃঢ়তার সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, এসআইআর-এর পরেও ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল আরও শক্তিশালী হয়ে ফিরবে এবং বিজেপিকে ৫০টি আসনে নামিয়ে আনবে।

ফিরহাদ হাকিমের কঠোর হুঁশিয়ারি ও অভিষেকের লড়াইয়ের ডাকের ফলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বাংলার রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। মনে করা হচ্ছে, এসআইআর-এর মাধ্যমেই যেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *