দোকানে নেই মালিক, লাগে না তালাও! ভারতের ‘সবচেয়ে সৎ’ গ্রামের এই রহস্য জানলে চমকে যাবেন – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নাগাল্যান্ডের প্রত্যন্ত গ্রাম খোনোমা তার ব্যতিক্রমী সততার জন্য দেশের মধ্যে এক অনন্য নজির সৃষ্টি করেছে। এই গ্রামের বাজার বা দোকানগুলিতে দিনের পর দিন কোনো দোকানদার থাকেন না, এমনকি রাতেও কোনো তালা লাগানো হয় না। ক্রেতারা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিজেরাই প্রয়োজনীয় জিনিসপত্র দোকান থেকে তুলে নেন এবং তার সঠিক দাম নির্ধারিত স্থানে রেখে চলে যান। এই প্রথা বছরের পর বছর ধরে চলে আসছে।
খোনোমা গ্রামের এই প্রাচীন ঐতিহ্য সততা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। গ্রামবাসীরা বিশ্বাস করেন, পারস্পরিক আস্থা এবং সৎ উপায়ে ব্যবসা করা একটি সমাজের ভিত্তি। আশ্চর্যের বিষয় হলো, এই গ্রামে এখন পর্যন্ত চুরি বা অসাধুতার কোনো একক ঘটনাও ঘটেনি, যা একে ভারতের ‘সবচেয়ে সৎ গ্রাম’ হিসেবে পরিচিতি দিয়েছে। এই ব্যতিক্রমী ব্যবস্থা শুধু স্থানীয়দের নয়, গোটা দেশের কাছেই একটি আদর্শ সমাজ ব্যবস্থার বার্তা পৌঁছে দেয়।