ট্রেনে মদ নিয়ে যাচ্ছেন? আপনার রাজ্যেই কি হবে বিপদ? এখনই জানুন রেলের কঠিন নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

ট্রেন যাত্রার সময় অ্যালকোহল বহন করা নিয়ে যাত্রীদের মধ্যে প্রায়শই বিভ্রান্তি দেখা যায়। যদিও রেলের নিজস্ব কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, এই বিষয়ে প্রতিটি রাজ্যের আবগারি আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখা জরুরি যে ট্রেনটি যে রাজ্য থেকে যাত্রা শুরু করছে এবং যে রাজ্যে শেষ হচ্ছে, উভয় রাজ্যের মদ সংক্রান্ত আইনই এক্ষেত্রে প্রযোজ্য হবে। তাই, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যাত্রার আগে গন্তব্য রাজ্যের মদের আইন সম্পর্কে জেনে নেওয়া আবশ্যক।

যেসব রাজ্যে অ্যালকোহল নিষিদ্ধ, যেমন বিহার, গুজরাট, নাগাল্যান্ড বা মিজোরাম, সেখানে ট্রেনে মদ বহন করা সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য বড় অঙ্কের জরিমানা বা কারাদণ্ড হতে পারে। তবে যেসব রাজ্যে মদ বৈধ, সেখানে সাধারণত সিল করা বোতলে সীমিত পরিমাণে (সাধারণত ৭৫০ মিলিলিটারের এক বা দুটি বোতল) মদ বহন করা যেতে পারে। এক্ষেত্রে বৈধ বিল বা চালান সঙ্গে রাখা বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রেলের কঠোর নিয়ম অনুযায়ী, ট্রেনে বসে কোনো অবস্থাতেই মদ পান করা যাবে না। কেউ এই নিয়ম ভঙ্গ করলে তার জেল ও জরিমানা দুটোই হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *