পিতার হাতেই কন্যা হয় পত্নী! প্রতিবেশী দেশের এই আদিম প্রথা আজও স্তব্ধ করে দেয় – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে মান্দি জনজাতির মধ্যে আজও এক বিস্ময়কর ও ভয়াবহ কুপ্রথা চালু রয়েছে। এই প্রথা অনুযায়ী, কোনো নারীকে সামাজিক সুরক্ষা দিতে তার স্বামী যদি মারা যান এবং নারীটি দ্বিতীয়বার বিবাহ করেন, তবে সেই দ্বিতীয় স্বামী কেবল নারীটির স্বামী হন না, তিনি তার পূর্বের পক্ষের কন্যাদেরও স্বামী হতে বাধ্য হন। এই অদ্ভুত রীতি অনুসারে, অনেক ক্ষেত্রে অল্পবয়সী কন্যাকে বাধ্য হয়ে নিজের জন্মদাতার স্ত্রী হতে হয়, যা বাবা-মেয়ের পবিত্র সম্পর্কের চরম বিকৃত রূপ।
এই প্রথাটি মান্দি জনজাতির বহু পুরনো ঐতিহ্য। তবে এই ধরনের ভয়ানক প্রথা সমাজের স্বাভাবিক সম্পর্কের ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দেয় এবং এক ভয়ংকর পরিণতি ডেকে আনে। এই ঘটনা শুধু সেই অঞ্চলের নয়, বরং গোটা বিশ্বের জন্য এক চরম উদ্বেগ ও বিস্ময়ের বিষয়। মানব সম্পর্কের এমন এক অদ্ভুত এবং অপ্রিয় চিত্র আজও কিছু কিছু স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান, যা আধুনিক সমাজে প্রশ্নচিহ্ন সৃষ্টি করে।