২ কোটি না দিলে স্বামীকে ছাড়ব না! এই তরুণীর জালে ফেঁসে দিশাহারা বধূ – এবেলা

এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের কাটনির এক তরুণীর বিরুদ্ধে মারাত্মক ‘হনি ট্র্যাপে’র অভিযোগ তুলেছেন কানপুরের এক গৃহবধূ কল্পনা মিশ্র। তাঁর অভিযোগ, কাটনি শহরের রঙ্গনাথ নগর এলাকার বাসিন্দা ওই তরুণী তাঁর স্বামী আশুতোষ মিশ্রকে আটকে রেখেছেন এবং স্বামীকে মুক্ত করার বিনিময়ে ২ কোটি টাকা দাবি করছেন। কল্পনা মিশ্র শনিবার তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে কাটনি পৌঁছান এবং অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সন্তোষ ডেহরিয়ার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পারিবারিক জীবনে অশান্তির অভিযোগ তুলে তিনি জানান, প্রায় চার বছর ধরে ওই তরুণী তাঁর স্বামীর সঙ্গে থাকছেন, যার ফলে ১১ বছরের বিবাহিত জীবন ও আট বছরের মেয়ের ভবিষ্যৎ ঘোর সংকটে।
ভুক্তভোগী মহিলা কল্পনা মিশ্র এর আগে কানপুর ও কাটনি পুলিশের কাছে অভিযোগ জানালেও এফআইআর নথিভুক্ত হয়নি বলে অভিযোগ। অবশেষে এএসপি সন্তোষ ডেহরিয়া অভিযোগটি সংশ্লিষ্ট থানায় পাঠিয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের সম্পূর্ণ তথ্য যাচাই করার পর যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিশেষত, ২ কোটি টাকা চাওয়ার অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় স্বামী আশুতোষ মিশ্র ফোন ধরছেন না এবং কাটনির ওই তরুণীর সঙ্গেই অবস্থান করছেন বলে জানা গিয়েছে।