তিন টুকরো হলো বিষধর সাপ, তবুও ১৮ বছরের তরুণীর মর্মান্তিক মৃত্যু! – এবেলা

এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুরেনা (Morena) জেলার নাউডান্ডা (Naudanda) গ্রামে এক অত্যন্ত মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চারা কাটার মেশিনে (chaff cutter machine) তিন টুকরো হয়ে যাওয়া একটি সাপের কামড়ে ১৮ বছরের তরুণী ভারতী কুশওয়াহের (Bharti Kushwah) মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় শোক ও গভীর আতঙ্ক ছড়িয়েছে। কাটা সাপের কামড়ে মৃত্যু হওয়ায় গ্রামবাসীদের মনে প্রশ্ন জাগছে, ‘আসলে কী ঘটেছিল?’
জানা গেছে, ভারতী বাড়িতে পশুর জন্য ইলেকট্রিক মেশিনে চারা কাটছিলেন। চারের স্তূপের মধ্যে একটি বিষধর সাপ লুকিয়ে ছিল। মেশিনটি চালু হতেই তীব্র ব্লেডের আঘাতে সাপটি তিন টুকরো হয়ে যায়। ভারতী চারা বের করতে হাত দিতেই, সাপের সেই কাটা অংশগুলিই তাকে দ্রুত দু’বার কামড়ে দেয়। বিষের তীব্রতায় মুহূর্তের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হয়।
সাপের কামড়ের পর ভারতী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং শ্বাস নিতে কষ্ট হতে থাকে। পরিবারের সদস্যরা প্রথমে এটিকে আঘাত বা ক্লান্তির বিষয় মনে করলেও, ভারতীর জ্ঞান না ফেরায় তারা ঘাবড়ে যান এবং তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
হাসপাতালে পৌঁছানোর আগেই ভারতীর অবস্থা আরও খারাপ হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, সাপের বিষ এতটাই দ্রুত এবং মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল যে চিকিৎসার কোনো সুযোগ মেলেনি।
এই অস্বাভাবিক ঘটনাটি জানার পর রামপুর থানার পুলিশ গ্রামে পৌঁছায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে। পুলিশ ভারতীর দেহ ময়নাতদন্তের (post-mortem) জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে সাপের কামড়েই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রামের মানুষ এই ঘটনায় হতবাক এবং ভীত। তাদের বক্তব্য, জীবনে এমন অদ্ভুত ও ভীতিকর ঘটনা তারা কখনও দেখেননি, যেখানে সাপ তিন টুকরো হওয়ার পরও তার বিষ প্রাণঘাতী হতে পারে। এই ঘটনা গ্রামীণ জীবনে পশুখাদ্য তৈরির সময় প্রয়োজনীয় সতর্কতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।