হাসপাতালে ঢুকেই সর্বনাশ! রোগীর বোনের উপর নজর, সুযোগ পেতেই হাসপাতালের বাথরুমে ঘটে গেল মারাত্মক ঘটনা – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের মেরটে অবস্থিত লালা লাজপত রায় মেডিক্যাল কলেজের (LLRM) অর্থো ওয়ার্ডে এক ১৩ বছর বয়সী নাবালিকার সঙ্গে মর্মান্তিক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এই জঘন্য অপরাধের অভিযোগ উঠেছে একই ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীর ভাই বা পরিচারকের বিরুদ্ধে। এই ঘটনা হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
কী ঘটেছিল সেই রাতে?
জানা গিয়েছে, মেরটের ইকলি থানা এলাকার এক গ্রামের বাসিন্দা ওই নাবালিকা হাঁটুতে সমস্যার কারণে গত ২০ জুন মেডিক্যাল কলেজের অর্থো ওয়ার্ডে ভর্তি হয়েছিল। অস্ত্রোপচারের পর সে ওয়ার্ডেই ছিল এবং তার দেখাশোনার জন্য তার মাও সেখানে উপস্থিত ছিলেন। একই ওয়ার্ডে উত্তরাখণ্ডের কাশীপুর নিবাসী মোহিত নামে এক যুবকও ভর্তি ছিলেন, যার পথ দুর্ঘটনায় পা কেটে গিয়েছিল। মোহিতের দেখভালের জন্য তাঁর ২০ বছর বয়সী ভাই রোহিত সেখানে ছিল, যে কাশীপুরে একটি কারখানায় কাজ করে।
শনিবার রাতে নাবালিকার মা কিছু জিনিস আনতে ওয়ার্ডের বাইরে যান। সেই সুযোগে মেয়েটি যখন শৌচালয়ে যায়, তখন অভিযুক্ত রোহিত তার পিছু নেয়। অভিযোগ, রোহিত বাথরুমের ভেতরে প্রবেশ করে ওই নাবালিকার সঙ্গে পাশবিক অত্যাচার করে।
ঘটনার পর আতঙ্কে ও যন্ত্রণায় ভুগতে থাকা নাবালিকাটি তার মাকে সব কথা খুলে বলে। পুরো ঘটনা শুনে পরিবারের সদস্যদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত তারা মেডিক্যাল থানায় গিয়ে রোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রোহিতকে গ্রেফতার করে।
মেরটের এসপি সিটি আয়ুষ বিক্রম জানিয়েছেন, মেডিক্যাল থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে রোহিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত উত্তরাখণ্ডের কাশীপুরের বাসিন্দা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাবালিকার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, হাসপাতালগুলোর মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত, যাতে রোগী ও তাদের পরিজনেরা নিরাপদ বোধ করতে পারেন।