হোয়াটসঅ্যাপে বিরাট বদল! এবার প্রোফাইলে লাগাতে পারবেন দুটি ছবি? কী সেই নতুন ফিচার, কীভাবে কাজ করবে জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ
মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। এবার সেই ধারাবাহিকতায় সংস্থা এমন একটি ফিচার আনতে চলেছে যা এতদিন পর্যন্ত শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টসের (WhatsApp Business Accounts) জন্যই উপলব্ধ ছিল।
খুব শীঘ্রই সমস্ত সাধারণ ব্যবহারকারী তাঁদের প্রোফাইলে একটি কভার ফটো (Cover Photo) সেট করতে পারবেন। এই নতুন ফিচারটি বর্তমানে ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি বেটা ভার্সনে রোলআউট করা হবে বলে জানা গিয়েছে।
ফিচার ট্র্যাকার WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপের নতুন ভার্সনে একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যার মাধ্যমে যে কোনো ব্যবহারকারী তাঁর প্রোফাইলে একটি কভার ফটো আপলোড করতে পারবেন। এই কভার ফটোটি ঠিক ফেসবুক এবং লিঙ্কডইন-এর মতো প্রোফাইল ছবির ওপরে দেখা যাবে। ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইল সেটিংস থেকেই এই কভার ফটোটি বেছে নিতে পারবেন। অর্থাৎ, এখন প্রোফাইল ছবির পাশাপাশি আপনি নিজের পছন্দ ও ব্যক্তিত্বকে আরও ভালোভাবে প্রকাশ করতে পারবেন।
নতুন প্রাইভেসির সুবিধা থাকছে
এই কভার ফটো ফিচারের সাথে হোয়াটসঅ্যাপ একটি নতুন প্রাইভেসি কন্ট্রোল (Privacy Control) সেটিংও যোগ করতে চলেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন যে তাঁদের কভার ফটো কে দেখতে পাবে।
এই জন্য তিনটি অপশন দেওয়া হবে:
- সকলেই (Everyone): আপনার কভার ফটো সেই সকল মানুষই দেখতে পাবে, যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে নেই।
- আমার কন্ট্যাক্টস (My Contacts): শুধুমাত্র আপনার সেভ করা কন্ট্যাক্ট লিস্টের মানুষেরাই কভার ফটো দেখতে পাবে।
- কেউ না (Nobody): এই কভার ফটো কেউ দেখতে পাবে না।
এই প্রাইভেসি সেটিংটি বর্তমানের স্ট্যাটাস এবং প্রোফাইল ফটো প্রাইভেসি অপশনগুলির মতোই হবে।
কবে নাগাদ আসছে এই ফিচার?
রিপোর্ট অনুযায়ী, এই কভার ফটো ফিচারটি বর্তমানে WhatsApp Beta version 2.25.32.2-এ পরীক্ষা করা হচ্ছে। এটি গুগল প্লে বেটা প্রোগ্রামের মাধ্যমে কিছু পরীক্ষকের জন্য রোলআউট করা হয়েছে। যদিও এই মুহূর্তে এটি বেটা পরীক্ষকদের কাছেও দৃশ্যমান নয়, অর্থাৎ এটি এখনও প্রাথমিক ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তবে মনে করা হচ্ছে, আগামী আপডেটগুলির মাধ্যমে এটি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য উপলব্ধ করা হবে।