এই স্টেশনে থামলেই হাঁটা পথে বিদেশ! বাংলাতেই লুকিয়ে ভারতের শেষতম রেলস্টেশন – এবেলা

এবেলা ডেস্কঃ
আপনি কি জানেন ভারতের একটি রেলস্টেশন আছে, যেখান থেকে হেঁটে অন্য দেশে পৌঁছানো সম্ভব? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি। পশ্চিমবঙ্গের মালদহ জেলার হাবিবপুরে অবস্থিত এই ‘সিঙ্গাবাদ’ স্টেশনটিকে দেশের শেষ রেল স্টেশন হিসেবে চিহ্নিত করা হয়। ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই স্টেশনটির নামের বোর্ডেও ‘ভারতের শেষ স্টেশন’ কথাটি লেখা আছে। তবে, এর কোনো সরকারি ঘোষণা না থাকলেও ভৌগোলিক কারণে এটি বিশেষ পরিচিত। এই স্টেশনটি দেখে মনে হবে যেন টাইম মেশিনে চড়ে ব্রিটিশ আমলে ফিরে গিয়েছেন, কারণ এর সবকিছুই প্রাচীন এবং ব্রিটিশ আমলের স্মৃতি বহন করে।
যদিও এই স্টেশনটি বর্তমানে জনশূন্য এবং এখানে কোনো যাত্রীবাহী ট্রেন থামে না, এটি মূলত ভারত-বাংলাদেশ-নেপাল-এর মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। জানা যায়, স্বাধীনতার আগে এই পথটি কলকাতা ও ঢাকার মধ্যে ট্রেন সংযোগের জন্য ব্যবহৃত হতো এবং মহাত্মা গান্ধী ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতারাও এই পথ ব্যবহার করেছিলেন। এই স্টেশনের খুব কাছ থেকেই পায়ে হেঁটে অন্য দেশে যাওয়ার সুযোগ রয়েছে, যা একে একটি কৌতূহলোদ্দীপক স্থান করে তুলেছে।