৭ নভেম্বরের আগে রেজাল্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামী ৭ নভেম্বরের আগেই শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল (রেজাল্ট) প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। শীর্ষ আদালত, অর্থাৎ সুপ্রিম কোর্টে এই কথা জানিয়েছে কমিশন। মোট ৩৫,৭২৬টি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ প্রক্রিয়া এর মাধ্যমে সম্পূর্ণ হবে।
নবম-দশম এবং একাদশ-দ্বাদশ উভয় স্তরের নিয়োগ প্রক্রিয়া একইসঙ্গে দ্রুত গতিতে চলছে। কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে, ফল প্রকাশের পরই অবিলম্বে জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে। রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই পুরো প্রক্রিয়াটি আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করা হবে বলেও শীর্ষ আদালতকে জানিয়েছে SSC। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের স্কুলগুলি নতুন শিক্ষক পেতে চলেছে এবং হাজার হাজার চাকরিপ্রার্থীর মুখে হাসি ফুটবে বলে আশা করা হচ্ছে।