ভারত-চীন সীমান্ত থেকে সুখবর… লাদাখ নিয়ে এই কথা বলল প্রতিবেশী দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারত-চীন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা সামনে এল। সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সঙ্গে তাদের আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে বলে বুধবার ঘোষণা করল চীনের প্রতিরক্ষা মন্ত্রক।
এই আলোচনা মূলত চীন-ভারত সীমান্তের পশ্চিমাংশ, বিশেষত লাদাখ অঞ্চলের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ-এর উপর নিবদ্ধ ছিল।
চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে দু’দেশের মধ্যে সক্রিয় এবং নিবিড় আলোচনা হয়েছে। এটি ২০২০ সালে পূর্ব লাদাখে শুরু হওয়া সামরিক অচলাবস্থার পর থেকে উত্তেজনা কমাতে দুই এশীয় শক্তির চলমান প্রচেষ্টার আরও একটি ধাপ। উভয় দেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক প্রতিনিধিরা সীমান্ত-সম্পর্কিত সমস্যা মোকাবিলায় আলাপ-আলোচনার চ্যানেল খোলা রাখার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সংলাপ চলবে, শান্তির বার্তা
মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, দু’দেশই সামরিক এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা ও সংলাপ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। এই পদক্ষেপটি সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
দীর্ঘদিন ধরেই চীন-ভারত সীমান্ত বিবাদ, বিশেষ করে লাদাখ অঞ্চলে, দু’দেশের মধ্যে উত্তেজনার প্রধান কারণ। সাম্প্রতিক এই আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশের মধ্যে যখন উচ্চ-পর্যায়ের বৈঠক এবং সংলাপ প্রক্রিয়া জারি রয়েছে, ঠিক সেই সময়েই চীনের পক্ষ থেকে এই বিবৃতি এলো। যদিও ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই অগ্রগতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক ইঙ্গিত।