ফের অশান্তি ভাঙড়ে – এবেলা

এবেলা ডেস্কঃ
ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মঙ্গলবার গভীর রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এলাকায় চরম অশান্তি সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের (TMC) নেতা কাইজার আহমেদের বাড়িতে চড়াও হয়ে তাঁকে খুনের হুমকি এবং অশ্লীল গালিগালাজ করার গুরুতর অভিযোগ উঠেছে দলেরই অপর দুই নেতা বাহারুল ইসলাম ও সাবিরুল ইসলামের বিরুদ্ধে।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কয়েকশো কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে কাইজার আহমেদের বাড়ির সামনে পৌঁছন বাহারুল ইসলাম এবং সাবিরুল ইসলাম। সেখানেই কাইজারকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাঁকে সরাসরি খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ কাইজারের। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম। তিনি এই ঘটনাকে ‘সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত’ বলে দাবি করেছেন। বাহারুল ইসলামের বক্তব্য, “আমাদের বদনাম করার জন্যই ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
ভাঙড়ের এই ঘটনা ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ফের প্রকাশ্যে আসায় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসন গোটা ঘটনার উপর নজর রাখছে।