ED BREAKING: নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা উদ্ধার – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর হাতে এল বিপুল পরিমাণ টাকা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযানে তারাতলার ১ নম্বর এলাকার একটি অফিস থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
সূত্রের খবর, গতকাল রাত থেকে উদ্ধার হওয়া নগদ টাকা গোনার কাজ শুরু হয় টাকা গোনার যন্ত্র বা মেশিনের সাহায্যে। ইতিমধ্যেই প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা গোনা সম্পন্ন হয়েছে। তবে টাকা গোনার প্রক্রিয়া এখনও চলছে, তাই মোট উদ্ধার হওয়া অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
পুর নিয়োগ দুর্নীতির মতো স্পর্শকাতর মামলায় এই বিশাল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে। এই টাকার উৎস কী এবং এই দুর্নীতির শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।
অন্যদিকে, এই চাঞ্চল্যকর খবর সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়তে হল সংবাদমাধ্যমকে। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা ও বুম কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি, সাংবাদিকদের গলাধাক্কা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার ফলে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, এই বিপুল অঙ্কের টাকা ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে।