বাংলার নেতৃত্বে অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ
রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে নামার আগে বাংলা দলে বড়সড় রদবদল। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর এবার ত্রিপুরার বিরুদ্ধে মাঠে নামবে তারা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের দুই প্রধান স্তম্ভ— অভিমন্যু ঈশ্বরণ এবং আকাশ দীপকে পাচ্ছে না বাংলা। এই দু’জনই বর্তমানে ইন্ডিয়া এ দলের সঙ্গে যুক্ত। তাই নেতৃত্বভার তুলে দেওয়া হলো তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান অভিষেক পোড়েলের হাতে।
অভিষেকের এই হঠাৎ অধিনায়কত্ব পাওয়াটা বাংলা ক্রিকেটে এক নতুন মোড়। দলের নিয়মিত সদস্যদের অনুপস্থিতিতে তার নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলো।
এদিকে, অভিমন্যু ও আকাশ দীপের জায়গা পূরণ করতে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন শুভম চট্টোপাধ্যায় এবং আদিত্য পুরোহিত। অপ্রত্যাশিতভাবে, এই ম্যাচে দলে নেই অভিজ্ঞ ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায়। অন্যদিকে, দলে ফিরে এসেছেন প্রতিশ্রুতিমান ক্রিকেটার মহম্মদ কাইফ।
প্রথম দুই ম্যাচের জয়ের ধারা বজায় রেখে অভিষেক পোড়েলের নেতৃত্বে বাংলা দল তৃতীয় ম্যাচে কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।