সাপ মরে গেলেও কামড়ায় কেন? জেনে নিন গবেষকদের ভয়ঙ্কর তথ্য, প্রাণ বাঁচাতে জরুরি – এবেলা

এবেলা ডেস্কঃ

সাপের কামড় নিয়ে প্রচলিত নানা গল্পের মাঝেই সম্প্রতি সামনে এসেছে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা, যা বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে। আসামের তিনটি ঘটনায় দেখা গেছে, সাপ মারা যাওয়ার পরেও কামড় বসিয়েছে এবং তাদের বিষ তখনও ছিল মারাত্মক সক্রিয়। বিজ্ঞানীদের মতে, মৃত সাপও ছোঁয়া উচিত নয়, কারণ মৃত্যুর ৩ থেকে ৪ ঘণ্টা পরও তার বিষের থলি বা ভেনম গ্ল্যান্ড সক্রিয় থাকতে পারে। শিব সাগর জেলায় এক ব্যক্তি কিং কোবরা সাপের মাথা কেটে সরানোর সময় সেই কাটা মাথাটিই তার আঙুলে কামড় বসায়, যার ফলে দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়।

গবেষকদের মতে, সাপের মৃত্যু হলেও তার বিষথলি সক্রিয় থাকায়, ভুলবশত তাতে চাপ পড়লে বিষ বেরিয়ে আসতে পারে। ইউনিভার্সাল স্নেকবাইট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ডঃ এন এস মনোজ জানিয়েছেন, কখনও কখনও সাপের কামড় মস্তিষ্ক নয়, মেরুদণ্ডের রিফ্লেক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই মৃত সাপও কামড়াতে পারে। আরও উদ্বেগের বিষয় হলো, মারা যাওয়ার পর সাপ বিষের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে যদি কোনোভাবে মৃত সাপের দাঁত শরীরে বিঁধে যায়, তবে সমস্ত বিষ একবারেই নির্গত হতে পারে, যা জীবিত সাপের কামড়ের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *