আধার কার্ড কি সত্যিই আপনার পরিচয়? নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণ নিয়ে বড় রহস্য ফাঁস! – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আরও একবার স্পষ্ট করে দিল যে ১২-সংখ্যার আধার নম্বর কেবল পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব বা জন্ম তারিখের নয়। এই গুরুত্বপূর্ণ বার্তাটি নিয়ে সাধারণ মানুষের মনে যে প্রশ্ন বা বিভ্রান্তি ছিল, তার অবসান ঘটানো হলো।
সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ একটি নির্দেশিকা জারি করার পর বিষয়টি পুনরায় শিরোনামে আসে। সেই নির্দেশিকাতে বলা হয়েছিল, আধার নম্বর আধারধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে এটিকে কোনোভাবেই নাগরিকত্ব, বাসস্থান অথবা জন্ম তারিখের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না।
UIDAI সেই অবস্থানকেই আরও একবার দৃঢ় করেছে। তাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আধার হলো একটি পরিচয়ের কার্ড, কিন্তু এটিকে যেন নাগরিকত্ব বা জন্ম তারিখের বৈধ প্রমাণ হিসেবে ব্যবহার করা না হয়। ফলে, এই কার্ডের উপযোগিতা এবং সীমাবদ্ধতা নিয়ে সরকারি পর্যায়ে আর কোনো ধোঁয়াশা রইল না।