ফের তথ্য দিলেন শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
বিরোধীদের তোলা অভিযোগের ভিত্তিতে এর আগেও এক বুথ লেভেল অফিসারকে (BLO) অপসারণ করেছিল নির্বাচন কমিশন। এবার ফের একজন BLO-র রাজনৈতিক পরিচয় নিয়ে গুরুতর অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকার এক BLO সরাসরি তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচিত সদস্য বলে দাবি করেছেন তিনি।
শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে এই অভিযোগ জানান। তাঁর দাবি, ফলতা ব্লক ও ফলতা বিধানসভার ১৭৬ নম্বর পার্টের BLO দিব্যেন্দু সরদার আসলে হরিণডাঙা ১ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল সদস্য। একজন সক্রিয় রাজনৈতিক কর্মীর BLO-এর মতো গুরুত্বপূর্ণ পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।
এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কঠোর পদক্ষেপ করবেন বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। গত লোকসভা নির্বাচনের আগে একই ধরনের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন পদক্ষেপ করেছিল, সেই নজির টেনে এবারও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তির BLO পদে থাকা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে বলে মনে করছেন বিরোধীরা। এই ঘটনায় নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।