টাকা দিলেই এবার মিলবে ‘ভাড়া করা বন্ধু’ একাকীত্ব ঘোচাতে আসছে নতুন পরিষেবা – এবেলা

এবেলা ডেস্কঃ
আধুনিক সমাজে প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে বহু মানুষ এখন ক্রমশ একা হয়ে পড়ছেন। জীবনের এই একাকীত্ব এমনভাবে থাবা বসিয়েছে যে, বন্ধুত্বের মতো মানবিক সম্পর্কও এখন যেন টাকা আর লেনদেনের খেলায় পরিণত হয়েছে। এই সামাজিক শূন্যতা পূরণের জন্য বাজারে এক নতুন পরিষেবা দ্রুত জনপ্রিয়তা লাভ করছে—তা হলো ‘ভাড়া করা বন্ধু’ বা ‘রেন্ট আ ফ্রেন্ড’। শুনতে অস্বাভাবিক লাগলেও, এই পরিষেবা এখন একাকী মানুষের জীবনে বন্ধুর অভাব মেটাতে একটি নতুন সমাধান নিয়ে আসছে।
এই পরিষেবার মাধ্যমে অর্থের বিনিময়ে একজন বন্ধুকে ভাড়া করে নিজেদের মনের কথা বলা যায় বা একসাথে সময় কাটানো যায়। যদিও এই ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধুত্বের চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তবুও এটি প্রমাণ করে যে সমাজের একাংশ গভীর একাকীত্বে ভুগছেন এবং সেই শূন্যতা পূরণের জন্য একটি নতুন উপায় খুঁজছেন। বন্ধুত্ব এখন একটি কেনা-বেচার পণ্যে পরিণত হলেও, এই পরিষেবা সাময়িক স্বস্তি দিচ্ছে।