মুখে এই জায়গায় ভুলেও পিম্পল ফাটাবেন না! মৃত্যু পর্যন্ত হতে পারে, সরাসরি ক্ষতি হয় মস্তিষ্কে – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখে ছোট একটি ব্রণ বা পিম্পল দেখা গেলেই আমরা প্রায়শই না বুঝে তা টিপে ফেলি। কিন্তু চিকিৎসকদের মতে, আমাদের মুখমণ্ডলের একটি বিশেষ অংশ রয়েছে, যাকে ‘ট্রায়েঙ্গল অফ ডেথ’ (Triangle of Death) বা ‘মৃত্যুর ত্রিকোণ’ বলা হয়। এই ত্রিকোণাকার অংশটি নাক এবং উপরের ঠোঁটের কোণ পর্যন্ত বিস্তৃত। এই সংবেদনশীল স্থানে কোনো পিম্পল ফাটানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ এখানকার রক্তনালীগুলো সরাসরি মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘কেভারনাস সাইনাস’-এর সঙ্গে যুক্ত।
এই অংশে কোনো ব্রণ টিপে দিলে ত্বকের ব্যাকটেরিয়া খুব দ্রুত রক্ত প্রবাহের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যেতে পারে, যার ফলে মারাত্মক সংক্রমণ হতে পারে। সম্প্রতি এক মহিলা নাকের কাছে হওয়া পিম্পল ফাটানোর পর মারাত্মক সংক্রমণে (Cavernous Sinus Thrombosis) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, যেখানে তার মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বেঁধে যায়। এই সংক্রমণের পরিণতি হতে পারে দৃষ্টিশক্তি হারানো, মেনিনজাইটিস, প্যারালাইসিস এমনকি জীবনহানিও। তাই, এই বিপজ্জনক অংশে কোনো পিম্পল বের হলে নিজে তা না ফেটিয়ে, পরিষ্কার রাখুন এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।