ফের কৃতিত্ব নিলেন ট্রাম্প – এবেলা

এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একবার ভারত ও পাকিস্তানের মধ্যেকার যুদ্ধ পরিস্থিতি থামানোর সম্পূর্ণ কৃতিত্ব নিজের বলে দাবি করলেন। ট্রাম্পের এই চাঞ্চল্যকর মন্তব্য নতুন করে শিরোনামে এসেছে, যেখানে তিনি দাবি করেছেন যে, শুল্ক বা ‘ট্যারিফ’-এর ভয় দেখিয়ে তিনি নাকি বহু যুদ্ধ থামিয়ে দিয়েছেন।
সম্প্রতি এক বক্তৃতায় ট্রাম্প বলেন, “সত্যি কথা বলতে, আমি বিশ্বের জন্য একটি বিরাট কাজ করেছি।” তিনি আরও যোগ করেন, “দুটি পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরের বিরুদ্ধে লড়াই করছিল। সাতটি যুদ্ধবিমান ধ্বংস হয়।”
এরপরেই তিনি নিজের পদক্ষেপের কথা বিস্তারিতভাবে জানান। ট্রাম্পের দাবি, পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখনই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে (খসড়া অনুযায়ী) ফোন করেন। সেই ফোনালাপে তাঁর বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট— “যদি যুদ্ধ চালিয়ে যাও, তবে তোমাদের সঙ্গে কোনো বাণিজ্য করব না।”
এই মন্তব্যের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিলেন যে, আন্তর্জাতিক কূটনীতিতে তাঁর অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলই দুই প্রতিদ্বন্দ্বী দেশের সংঘাত থামাতে সাহায্য করেছিল। ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক মহলে এবং ভারত-পাকিস্তানের মধ্যেকার পুরনো সংঘাতের আবহে নতুন কৌতূহল সৃষ্টি করেছে: সত্যি কি শুধু একটি ফোন কলে বাণিজ্য বন্ধের হুমকিই যুদ্ধ থামিয়েছিল?