‘অমিতাভকে প্রণাম করলে খুন’ কেবিসি-তে পা ছোঁয়ায় দিলজিৎ দোসাঞ্জকে পান্নুনের মারাত্মক হুমকি – এবেলা

এবেলা ডেস্কঃ

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে প্রকাশ্যে খুনের হুমকি দিলেন খালিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-তে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে দিলজিতের প্রণাম করার ঘটনাকে কেন্দ্র করেই এই হুমকি দেওয়া হয়েছে। পান্নুনের দাবি, বিগ বি-র পা স্পর্শ করে দিলজিৎ দোসাঞ্জ আসলে ১৯৮৪ সালের শিখ গণহত্যার শিকারদের অপমান করেছেন, কারণ অমিতাভ বচ্চন এই হত্যাকাণ্ডের বিরোধিতা করেননি। এই মন্তব্যের জেরে আন্তর্জাতিক স্তরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দিলজিৎ দোসাঞ্জকে হুমকি দেওয়ার পাশাপাশি খালিস্তানি নেতা পান্নুন আরও একটি কঠোর দাবি জানিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে দিলজিতের আসন্ন কনসার্টটি বাতিলের জন্য আয়োজকদের হুঁশিয়ারি দিয়েছেন। পান্নুনের এই চরম হুমকি পাঞ্জাবি বিনোদন জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনা আবারও শিল্পী ও তারকাদের উপর কট্টরপন্থী গোষ্ঠীর প্রভাব বিস্তার এবং তাদের রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টার বিষয়টি সামনে আনল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *