কানাডায় গুলিবিদ্ধ হয়ে খুন প্রবীণ পাঞ্জাবি ব্যবসায়ী – এবেলা

এবেলা ডেস্কঃ
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ফের দুষ্কৃতীদের নিশানায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ী। অ্যাবোটসফোর্ড শহরে নিজ বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দর্শন সিং শশী (৬৮) নামের ওই প্রবীণ ব্যবসায়ীর। জানা গিয়েছে, এই খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল।
পুলিশ সূত্রে খবর, অ্যাবোটসফোর্ডের টাউললাইন রোডে নিজের বাসভবনের সামনেই দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান দর্শন সিং। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে। ব্রিটিশ কলম্বিয়ার পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ ছিলেন এই ভারতীয় ব্যবসায়ী।
মৃত দর্শন সিং শশীর আদি নিবাস ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলার রাজগড় গ্রামে। তাঁর এমন আকস্মিক ও মর্মান্তিক হত্যাকাণ্ড কানাডায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। লরেন্স বিষ্ণোই গ্যাং কেন এই খুনের দায় নিল, সেই প্রশ্ন এখন সকলের মুখে। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।