ফের সৌরভের বিরুদ্ধে সরব গ্রেগ – এবেলা

এবেলা ডেস্কঃ
২০০৫ সালের ভারত-পাকিস্তান ম্যাচের সেই বিতর্ক! দীর্ঘ বছর পরেও ফের বিস্ফোরক হলেন তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের কোচ গ্রেগ চ্যাপেল। এবার তাঁর আক্রমণের কেন্দ্রে কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রয়াত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া।
চ্যাপেলের নতুন দাবি, ২০০৫ সালে জামশেদপুরে ভারত-পাক ওয়ানডে ম্যাচের সময় স্লো ওভার রেটের কারণে যখন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৬ ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল, তখন এই শাস্তির মেয়াদ কমানোর জন্য তাঁকে ফোন করেছিলেন জগমোহন ডালমিয়া। পরে যদিও এই সাসপেনশন কমে ৪ ম্যাচ করা হয়েছিল।
ঠিক কী বলেছিলেন গ্রেগ চ্যাপেল? তাঁর দাবি অনুসারে, জগমোহন ডালমিয়া তাঁকে বলেছিলেন, “আমি সৌরভের সাসপেনশন কমিয়ে দিতে পারি, যাতে তাঁকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া যায়।” চ্যাপেল বলেন, এর উত্তরে তিনি সটান ‘না’ বলে দেন। তাঁর ভাষ্য, “আমি বলেছিলাম, দরকার নেই। আমি সিস্টেমটাকে নষ্ট করতে চাই না।”
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেগ চ্যাপেলের এই নতুন বিস্ফোরক মন্তব্য ক্রিকেট মহলে ফের তোলপাড় সৃষ্টি করেছে। দুই কিংবদন্তির মধ্যে সেই সময়ের বিতর্কিত অধ্যায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।