রেকর্ড গড়লেন ‘হিটম্যান’ ৩৮ বছর বয়সে শীর্ষে উঠে ইতিহাস রোহিত শর্মার – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতীয় ক্রিকেটের তারকা ওপেনার রোহিত শর্মা এক অসাধারণ কৃতিত্ব অর্জন করলেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি প্রকাশিত নতুন একদিনের আন্তর্জাতিক (ওডিআই) র্যাঙ্কিংয়ে তিনি এক নম্বর স্থান দখল করেছেন। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবার তিনি এই মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছালেন। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল দুই (৮৮২ রেটিং পয়েন্ট)। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত এই স্থান অর্জন করলেন, যা তাঁকে ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হওয়ার রেকর্ড এনে দিয়েছে।
রোহিত শর্মার এই উত্থানের ফলে র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (৭৬৪ রেটিং পয়েন্ট) বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন, এবং ভারতের আরেক তরুণ ওপেনার শুভমন গিল (৭৪৫ রেটিং পয়েন্ট) তৃতীয় স্থানে নেমে এসেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এত বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে রোহিত শর্মার এই শীর্ষে আরোহণ তাঁর পেশাদার জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে চিহ্নিত হলো।