শুভেন্দুর মামলায় কি এবার হাইকোর্টের নজরে স্পিকার-ডিজি-সিপি? মমতার নিরাপত্তা বিতর্ক নিয়ে বড় প্রশ্ন – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত একটি অবমাননা মামলায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ ও দেওয়া অঙ্গীকার ভঙ্গের অভিযোগের ভিত্তিতে এই মামলায় স্পিকার, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজি) এবং কলকাতা পুলিশ কমিশনারের (সিপি) উপর আদালত অবমাননার পিটিশন নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
অভিযোগ উঠেছে যে, আদালতের পূর্ববর্তী নির্দেশ ও অঙ্গীকার অমান্য করে মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা সহ বিধানসভায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় আদালতের নির্দেশকে অগ্রাহ্য করার বিষয়টি সামনে এসেছে, যা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে।
এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ নভেম্বর ধার্য করা হয়েছে। আদালতের এই কড়া নির্দেশের পর রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে শুরু হয়েছে জল্পনা। এখন দেখার, এই গুরুত্বপূর্ণ মামলায় পরবর্তী শুনানিতে কী মোড় আসে।