হঠাৎ কেন গায়ের লোম খাড়া হয়? আপনার শরীরের ৭টি রহস্যময় সংকেতের অর্থ জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

মানুষের শরীর এক বিস্ময়কর রহস্য, যা আজও বহু গবেষণার বিষয়। শরীরের বিভিন্ন অঙ্গ পরস্পরের সাথে যুক্ত থাকায় ভয় পেলে ঘাম হয় বা চোখে কিছু ঢুকলে চোখের পাতা বন্ধ হয়ে যায়। তবে দৈনন্দিন জীবনে হঠাৎ ঘটে যাওয়া কিছু পরিবর্তনকে আমরা উপেক্ষা করি, যার পেছনে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ। যেমন, দীর্ঘ সময় জলে থাকলে হাত-পায়ের আঙুলের ত্বক কুঁচকে যায় পিচ্ছিল বস্তু শক্ত করে ধরার জন্য, আর অতিরিক্ত ঠাণ্ডা লাগলে উষ্ণতা জোগাতে মস্তিষ্ক সংকেত পাঠায় বলে গায়ের লোম খাড়া হয়ে যায়।

এছাড়া, নতুন কারো সঙ্গে পরিচিত হলে পেটে যে আলোড়ন অনুভূত হয়, যা আমরা ‘প্রজাপতি ওড়া’ বলি, তা ঘটে অ্যাড্রিনালিন হরমোনের নিঃসরণে। হাই তোলা কেবল অলসতা নয়, বরং ঘুম কম হলে শরীরের তাপমাত্রা কমানোর একটি প্রক্রিয়া। সর্দি-কাশি ছাড়াই হাঁচি আসে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ধুলো বা কণা প্রবেশে বাধা দিতে। চোখে জল আনন্দ বা দুঃখের প্রকাশ ছাড়াও চোখকে পরিষ্কার রাখে। আর তাড়াহুড়ো করে খাবার খেলে নিউমোগ্যাস্ট্রিক স্নায়ুতে চাপ পড়ায় হেঁচকি আসে। গরম লাগলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ঠান্ডা করার জন্যই ঘাম বের হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *