সিএএ নিয়ে আগুন ঝরালেন ফিরহাদ হাকিম ‘পা ভেঙে দেব’ হুঁশিয়ারি কমিশন ও বিজেপিকে – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তার ডাকা সর্বদলীয় বৈঠকের পর বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করেন, আসন্ন বিশেষ গাণিতিক পুনর্গণনা (SIR) প্রক্রিয়াকে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর সঙ্গে জুড়ে বিজেপি গভীর ষড়যন্ত্র করছে। সাংবাদিকদের সামনে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি বিজেপি ও নির্বাচন কমিশন একসাথে CAA চাপানোর চেষ্টা করে, আমি তাদের পা ভেঙে দেব।” তিনি স্পষ্ট জানান, ভোটার তালিকা পুনর্গণনার নামে তৃণমূল কংগ্রেস কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দেবে না এবং এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হবে।

ভোটার তালিকা পুনর্গণনা নিয়ে এই বৈঠক ডাকা হলেও বিভিন্ন দলের প্রতিনিধিরা ভোটার শনাক্তকরণ পদ্ধতি ও নতুন তালিকা ফর্ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ফিরহাদ হাকিম এ ঘটনাকে ‘আসল ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রচেষ্টা’ বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যাকডোর এনআরসি’ মন্তব্যের সুরেই তিনি বিজেপিকে ‘ভয় ছড়ানোর রাজনীতি’ করার জন্য অভিযুক্ত করেন। জলহাটির প্রদীপ কারের আত্মহত্যার প্রসঙ্গ টেনে মন্ত্রী জোর দিয়ে বলেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আছেন, ততদিন বিজেপির পক্ষে এই রাজ্যে এনআরসি বাস্তবায়নের কোনো ক্ষমতা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *