স্ত্রীকে অবৈধ সম্পর্ক থেকে বিরত রাখার পর প্রেমিকের সহায়তায় স্ত্রী তাকে হত্যা করে স্বামী, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত – এবেলা

এবেলা ডেস্কঃ
ছত্তিশগড়ের সুরজপুর জেলা থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। স্বামীকে নৃশংসভাবে খুনের অপরাধে স্ত্রী ও তার প্রেমিককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত দায়রা বিচারকের আদালত এই রায় দিয়েছে। দোষী সাব্যস্ত দু’জনকেই সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম সুনীল দেবাঙ্গন, তিনি গ্রাম নমদগিরির বাসিন্দা ছিলেন। ২০২৪ সালের ২ জানুয়ারি তাঁকে খুন করা হয় এবং পরের দিন তাঁর মরদেহ একটি খেত থেকে উদ্ধার হয়। প্রাথমিক অবস্থায় পরিবার নিখোঁজ ডায়েরি করলেও ময়নাতদন্তের রিপোর্টে খুনের বিষয়টি নিশ্চিত হয়।
তদন্ত শুরু হওয়ার পর ডগ স্কোয়াড মৃতের স্ত্রী লক্ষ্মী দেবাঙ্গনের দিকে ইঙ্গিত দেয়। এর পাশাপাশি পুলিশি তদন্তে ও গোপন সূত্রে জানা যায়, লক্ষ্মীর সঙ্গে রামকুমার নামে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্ক নিয়ে স্বামী সুনীল জানতে পারায় বাড়িতে প্রায়ই অশান্তি লেগে থাকত।
এরপরই লক্ষ্মী এবং তার প্রেমিক রামকুমার দুজনে মিলে সুনীলকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। ২ জানুয়ারির রাতে তাঁরা গামছা দিয়ে শ্বাসরোধ করে সুনীলকে খুন করে। এরপর তাঁর নিথর দেহ খেতের মধ্যে ফেলে দেয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত এই মামলার রায় ঘোষণা করে। পুলিশ উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছিল। আদালত এই জঘন্য অপরাধের জন্য দু’জনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে হওয়া এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।