ভারত ইতিহাস তৈরি করেছে! ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে এই দুই ভিআইপি প্রধান অতিথি হবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় ডেস্ক: প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস এক বিশেষ তাৎপর্য বহন করে। এই দিন দেশের সংবিধান কার্যকর হয়েছিল, যার স্মরণে প্রতি বছর দিল্লির রাজপথে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। এই উৎসব ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও আন্তর্জাতিক বন্ধুত্বের প্রতীক। এখানে প্রতি বছর কোনো না কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা ভারতের কূটনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে চলেছে।

ঐতিহাসিক আমন্ত্রণ: প্রথমবারের মতো দুইজন ভিআইপি

ভারতের পক্ষ থেকে ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছে, তা এক কথায় ঐতিহাসিক। এই প্রথমবার ভারত ইউরোপীয় ইউনিয়নের (EU) দুই শীর্ষ নেতাকে যৌথভাবে প্রধান অতিথি হিসেবে আতিথ্য দেবে। তাঁরা হলেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্টা। ভারতের এই পদক্ষেপ কূটনৈতিক কৌশল এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় যোগ করবে।

ইইউ-এর সঙ্গে সম্পর্ক আরও মজবুত

গত কয়েক মাসে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ফেব্রুয়ারিতে ইউরোপীয় কমিশনের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদের ভারত সফরের পর থেকে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও আলোচনা আরও বেড়েছে।

সম্প্রতি ২০ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন একটি নতুন কৌশলগত এজেন্ডা অনুমোদন করেছে। এই এজেন্ডার মূল লক্ষ্য হলো ভারত ও ইইউ-এর সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়া। এর মধ্যে রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)-কে চূড়ান্ত রূপ দেওয়া এবং প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা ও জনসম্পর্ক-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়ানো। এই সহযোগিতা দুই বিশ্বশক্তির জন্য এক শক্তিশালী এবং কৌশলগত অংশীদারিত্বের ইঙ্গিত দেয়।

যদিও প্রাথমিকভাবে ২০২৫ সালের আমন্ত্রিত অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো-কে নিয়ে আলোচনা ছিল, কিন্তু ২০২৬ সালের এই ঘোষণা ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান শক্তিশালী সম্পর্ককেও প্রতিফলিত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *