লাখ লাখ মানুষ ব্যবহার করছেন, কিন্তু iPhone-এর ‘i’ মানে কী? ৯৯% লোক জানেন না! ফাঁস হলো আসল রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

আজকাল বহু মানুষের হাতেই দেখা যায় iPhone। অত্যন্ত দামি হওয়া সত্ত্বেও এটিকে যেন এখন এক ‘স্ট্যাটাস সিম্বল’ হিসেবেই দেখা হয়। অনেকেই ইএমআই-এর মাধ্যমে কিস্তিতে কিনেও ব্যবহার করেন এই ফোন। এর কারণ হলো, অন্যান্য স্মার্টফোনের তুলনায় iPhone-এর ক্যামেরা এবং অন্যান্য ফিচারগুলি যথেষ্ট উন্নতমানের।

এই কারণেই মূলত মানুষ iPhone কিনতে পছন্দ করেন। বর্তমানে ভারতেও কোটি কোটি মানুষ Apple কো ম্পা নির তৈরি এই ফোন ব্যবহার করেন। কিন্তু একটি অবাক করা তথ্য হলো, এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও iPhone নামের মধ্যে থাকা ইংরেজি অক্ষর ‘i’-এর সঠিক অর্থ বেশিরভাগ মানুষই জানেন না।

Apple যখন তাদের এই মোবাইল ফোনের নামকরণ করেছিল, তখন কেবল এমনিতেই ‘i’ অক্ষরটি ব্যবহার করেনি। এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। অনেকেই মনে করেন, iPhone-এর ‘i’ বলতে ‘Internet’ বোঝানো হয়, কিন্তু তা পুরোপুরি সঠিক নয়। এই অক্ষরটির দিকে গভীরভাবে তাকালে এর একাধিক অর্থ খুঁজে পাওয়া যায়।

Apple কো ম্পা নির প্রতিষ্ঠাতা স্টিভ জবস নিজেই iPhone নামের মধ্যে থাকা ‘i’ অক্ষরটির অর্থ ব্যাখ্যা করেছিলেন। স্টিভ জবসের মতে, iPhone নামের ‘i’ অক্ষরটি আসলে পাঁচটি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে, যা পাঁচটি উদ্দেশ্য বা দৃষ্টিকোণকে তুলে ধরে। এগুলি হলো— Internet (ইন্টারনেট), Individual (স্বতন্ত্র), Instruct (নির্দেশনা), Inform (তথ্য দেওয়া) এবং Inspire (অনুপ্রাণিত করা)। অর্থাৎ, একটি মাত্র অক্ষরের পেছনে লুকিয়ে আছে Apple-এর এই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *