১লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে সব নিয়ম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও লকার নিয়ে RBI-এর গোপন পরিকল্পনা ফাঁস! – এবেলা

এবেলা ডেস্কঃ

ন্যাশনাল ডেস্ক: আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং সেফ ডিপোজিট লকার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। গ্রাহকদের সুবিধার্থে এবং গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে নমিনেশন বা উত্তরাধিকার সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে দেশের শীর্ষ ব্যাংক। জানা গিয়েছে, এই নতুন নিয়ম আগামী ১লা নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। এর ফলে ব্যাংক অ্যাকাউন্ট, লকার এবং সেফ কাস্টডিতে রাখা অন্যান্য জিনিসের ক্ষেত্রে নমিনেশন সুবিধা প্রদান করা সব ব্যাংকের জন্য বাধ্যতামূলক হবে।

নমিনেশনের নিয়ম এখন আরও কড়া ও স্পষ্ট

নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনো গ্রাহক নমিনেশন ফর্ম জমা দিলে সংশ্লিষ্ট ব্যাংককে তা তিন কার্যদিবসের মধ্যে গ্রহণ করতে হবে এবং তার রসিদ গ্রাহককে দিতে হবে। এখানেই শেষ নয়, পাসবুক বা ফিক্সড ডিপোজিটের রসিদে স্পষ্টভাবে ‘Nomination Registered’ লেখাটি উল্লেখ করাও বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে নমিনেশনের রেকর্ড সবসময় স্বচ্ছ থাকবে এবং গ্রাহকের কাছে স্পষ্ট প্রমাণ থাকবে।

যদি কোনো গ্রাহক লিখিতভাবে নমিনেশন সুবিধা নিতে অস্বীকার করেন, তবে ব্যাংক সেই কারণে তার অ্যাকাউন্ট খোলা বা অন্যান্য পরিষেবা আটকে রাখতে পারবে না। এছাড়াও, গ্রাহকরা যখন খুশি নমিনেশন বাতিল, পরিবর্তন বা আপডেট করতে পারবেন এবং প্রতিটি পরিবর্তনের জন্য ব্যাংক থেকে লিখিত প্রমাণ দেওয়া হবে।

নমিনি মারা গেলে কী হবে?

RBI এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে। যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে একাধিক নমিনি থাকেন এবং তাদের মধ্যে কেউ টাকা পাওয়ার আগে মারা যান, তাহলে সেই নমিনির অংশীদারিত্ব আপনা আপনিই বাতিল বলে গণ্য হবে। বৈধ নমিনেশন বা সারভাইভারশিপ ক্লজ থাকলে, অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর ব্যাংক সরাসরি নমিনি বা বৈধ উত্তরাধিকারীর কাছে সেই অর্থ হস্তান্তর করতে পারবে। এই নতুন নিয়মের ফলে ব্যাংক পরিষেবায় গ্রাহকদের নিরাপত্তা এবং সুবিধা বহুগুণ বাড়বে বলেই আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *