এই রাজ্যে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, ১ নভেম্বর থেকে এই যানবাহনগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, জেনে নিন সম্পূর্ণ তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে দূষণের মাত্রা লাগাতার বাড়তে থাকায় এবার কড়া পদক্ষেপ নিল সরকার। শীতের শুরুতেই বায়ুর মান উন্নত করতে, বিশেষ করে গাড়ির দূষণ কমাতে, ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (CAQM) একটি বড় নির্দেশ জারি করেছে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে দিল্লি সীমান্তে ‘নন-বিএস-৬ ডিজেল কমার্শিয়াল’ গাড়িগুলোর প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

কোন গাড়িগুলো আর ঢুকতে পারবে না?

এই নতুন নিয়মের আওতায়, দিল্লির বাইরে নিবন্ধিত যেসব বাণিজ্যিক গাড়িতে বিএস-৬ (BS-VI) ইঞ্জিন নেই, সেগুলোর রাজধানীতে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

  • ট্রাক
  • লাইট গুডস ভেহিকেলস (LTV)
  • মিডিয়াম গুডস ভেহিকেলস (MGV)
  • হেভি গুডস ভেহিকেলস (HGV)

কারা ছাড় পাবে?

তবে কিছু বিশেষ বাণিজ্যিক গাড়িকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে:

  • সিএনজি (CNG), এলএনজি (LNG) অথবা ইলেকট্রিক (Electric) জ্বালানিতে চলা গাড়ি
  • বিএস-৬ (BS-VI) ডিজেল ইঞ্জিনযুক্ত গাড়ি
  • দিল্লিতে নিবন্ধিত বাণিজ্যিক গাড়িগুলো আপাতত এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
  • বিএস-৪ (BS-IV) মানের গাড়িগুলো ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সাময়িক ছাড় পাবে, যাতে মালিকরা তাদের গাড়ি আপগ্রেড করার সময় পান।

কেন এই কঠোর পদক্ষেপ?

এই মুহূর্তে দিল্লির বাতাসের মান ‘পুয়োর’ (Poor) শ্রেণিতে পৌঁছে গেছে। সরকার ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (GRAP) এর স্টেজ-২ কার্যকর করেছে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো, গাড়ি থেকে নির্গত পার্টিকুলেট ম্যাটার (PM) এবং নাইট্রোজেন অক্সাইড (NOx) গ্যাস কমানো। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপে শীতকালে দিল্লিতে ঘন ধোঁয়াশা (স্মগ) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সীমান্তে কড়া নজরদারি

দিল্লির প্রবেশ পথগুলোতে এবার স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিকগনিশন (ANPR) এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তির মাধ্যমে গাড়ির তল্লাশি চালানো হবে। ট্র্যাফিক পুলিশ এবং পরিবহণ দফতরকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে কড়া জরিমানা হতে পারে।

পরিবহণ সংস্থাগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে তারা পুরাতন গাড়ি আপগ্রেড করার জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য বা ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *