আইটিআর ফাইলিংয়ের শেষ তারিখ: আদালত বড় সিদ্ধান্ত দিল, এখন এই তারিখ পর্যন্ত আইটিআর ফাইল করা যাবে – এবেলা

এবেলা ডেস্কঃ
ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) দাখিলকারীদের জন্য বড় স্বস্তির খবর। একাধিক হাইকোর্টের রায়ের পরে শেষ পর্যন্ত আইটিআর দাখিলের সময়সীমা বাড়ানো হল। এতদিন পর্যন্ত এই ডেডলাইন ছিল ২০২৫ সালের ৩১ অক্টোবর। তবে আদালতের হস্তক্ষেপে তারিখ পরিবর্তিত হতে চলেছে।
তিন হাইকোর্টের একই সিদ্ধান্ত
সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এবং হিমাচল প্রদেশ হাইকোর্ট কর অডিট সম্পন্নকারী করদাতাদের জন্য আইটিআর দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫ থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২৫ করার নির্দেশ দিয়েছে। এই দুটি রায় এসেছে গুজরাট হাইকোর্টের নির্দেশের কয়েক দিনের মধ্যেই। গুজরাট হাইকোর্ট কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT)-কে অডিট সংক্রান্ত বিষয়গুলির আইটিআর জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল।
আদালতের যুক্তি কী?
আদালত তাদের রায়ে স্পষ্টভাবে জানিয়েছে, “যেমনটা গুজরাট হাইকোর্ট আগেই বলেছিল, ট্যাক্স অডিট রিপোর্ট দাখিল এবং আইটিআর দাখিল করার শেষ তারিখের মধ্যে কমপক্ষে এক মাসের ব্যবধান থাকা প্রয়োজন। যেহেতু ট্যাক্স অডিট রিপোর্টের তারিখ ইতিমধ্যেই ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল, তাই অডিট সংক্রান্ত ক্ষেত্রে আইটিআর দাখিলের শেষ তারিখও অবশ্যই ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাড়াতে হবে।”
CBDT-এর উপর চাপ
দেশের তিনটি প্রধান হাইকোর্টের প্রায় একইরকম সিদ্ধান্তের ফলে এবার CBDT-এর উপর সরকারিভাবে সময়সীমা বৃদ্ধির সার্কুলার জারি করার চাপ বেড়েছে। সিবিডিটি-এর আইনজীবী আদালতে কোনো স্পষ্ট নির্দেশ দিতে পারেননি, যার ফলে আদালতকে এই সিদ্ধান্ত নিতে হয়। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট শুনানির সময় সিবিডিটি-এর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করে বলেছিল যে, সময়সীমা না বাড়ালে তা আদালতের পূর্ববর্তী আদেশের স্পষ্ট অবমাননা বলে গণ্য হবে। এর পর সিবিডিটি-এর আইনজীবী আরও সময় চেয়ে জানান যে, বিষয়টি সিবিডিটি চেয়ারম্যানের বিবেচনাধীন রয়েছে। এখন সিবিডিটি-কে দ্রুত সরকারি বিজ্ঞপ্তি জারি করে নতুন তারিখ (৩০ নভেম্বর ২০২৫) নিশ্চিত করতে হবে।