গাজায় আবারও হামাসের উপর ইসরায়েলের হামলা, ১০০ ফিলিস্তিনি নিহত; নিহতদের মধ্যে ৩৫ শিশুও রয়েছে – এবেলা

এবেলা ডেস্কঃ

ইজরায়েলের বিমান হামলায় ফের রক্তাক্ত হল গাজা ভূখণ্ড। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া লাগাতার হামলায় এ পর্যন্ত অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর, যার মধ্যে ৩৫টি শিশুও রয়েছে। এই হামলার পর থেকেই প্রশ্ন উঠছে—শান্তি আলোচনা ভেস্তে গেল কি?

ঠিক কী অভিযোগ ইজরায়েলের?

ইজরায়েল দাবি করেছে, হামাসই প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। মিসরের শার্ম-আল-শেখ-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হওয়া শান্তি আলোচনার পর এটিই ইজরায়েলের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ। ইজরায়েলের অভিযোগ, গাজায় মোতায়েন থাকা তাদের সেনাদের ওপর হামাস আক্রমণ করেছিল, যার পাল্টা জবাব দিতেই এই ‘অ্যাকশন’ নেওয়া হয়।

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ অভিযোগ করেছেন, হামাস শুধু তাদের সেনাদের ওপরই হামলা করেনি, মৃত জিম্মিদের দেহ ফিরিয়ে দেওয়ার চুক্তিও লঙ্ঘন করেছে। এরপরেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় কঠোর হামলার নির্দেশ দেন।

গাজার পরিস্থিতি ‘ভয়াবহ’, হামাস কী বলছে?

গাজা নাগরিক সুরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বস্সল এই হামলার পর সেখানকার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর ও ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি ইজরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধবিরতি চুক্তির ‘প্রকাশ্য ও স্পষ্ট লঙ্ঘন’ বলেছেন। হামাস-নিয়ন্ত্রিত এই সংস্থার মুখপাত্র জানান, মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে ইজরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১০০ জন মারা গেছেন।

অন্যদিকে, হামাস এক বিবৃতিতে জানিয়েছে, রাফায় হওয়া সংঘর্ষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে মেনে চলছে। তাদের দাবি, ইজরায়েলের এই পদক্ষেপে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হওয়া মিসর শান্তি চুক্তিও এখন সংকটের মুখে।

জিম্মি চুক্তিতে প্রতারণার অভিযোগ ইজরায়েলের

ইজরায়েল আরও অভিযোগ করেছে যে, জিম্মিদের দেহ ফিরিয়ে দেওয়ার চুক্তিতে হামাস ‘প্রতারণা’ করেছে। তাদের দাবি, হামাস মৃত জিম্মিদের দেহ ফিরিয়ে দিতে দেরি করেছে এবং ‘প্রতারণা’ করেছে। ২৭ অক্টোবর হামাস ২৮ জন জিম্মির মধ্যে ১৬তম দেহটি হস্তান্তর করেছিল। কিন্তু ফরেনসিক পরীক্ষায় জানা যায়, সেই দেহাবশেষ আসলে সেই জিম্মির, যার দেহ হামাস দুই বছর আগেই ফিরিয়ে দিয়েছিল। ইজরায়েলের বক্তব্য অনুযায়ী, চুক্তি অনুযায়ী হামাসের দ্রুত সব ইজরায়েলি জিম্মির সঠিক দেহ ফিরিয়ে দেওয়ার কথা ছিল।

ইজরায়েলের পক্ষ নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, “যদি তার সেনারা নিহত হয়, তবে ইজরায়েলের পাল্টা আক্রমণ করার সম্পূর্ণ অধিকার আছে।” তবে তিনি এও সতর্ক করেছেন যে, কোনো কিছুর জন্যই যুদ্ধবিরতিকে বিপন্ন করা উচিত নয়। উল্লেখ্য, দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বিরতি শুরু হয়েছিল ১০ অক্টোবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *