“মোদী সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে শক্তিশালী নেতা, কিন্তু…” ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বলেছেন – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশংসা করার ফাঁকেই মোদি সম্পর্কে এমন একটি কথা বললেন, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বুধবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিত্বের প্রশংসা করেন।
ট্রাম্প মঞ্চ থেকে বলেন, “প্রধানমন্ত্রী মোদি খুব সুদর্শন এবং একই সঙ্গে অত্যন্ত কঠিন ও কঠোর মানুষ।” ট্রাম্প আরও বলেন যে মোদির প্রতি তাঁর অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে এবং তাঁদের সম্পর্কও খুব ভালো। তিনি উল্লেখ করেন, মোদিকে সহজে রাজি করানো যায় না, কারণ তিনি সহজে কারোর কাছে মাথা নত করেন না।
পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি ভারত নিয়ে ট্রাম্পের মেজাজে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যে ট্রাম্প একসময় ভারতের উপর ক্রমাগত শুল্ক বৃদ্ধির কথা বলতেন, সেই তিনিই এখন মোদির প্রশংসায় পঞ্চমুখ।
তবে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার APEC ব্যবসায়িক নেতাদের সামনে ভাষণ দেওয়ার সময় আরও একবার ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে তাঁর পুরনো মিথ্যা দাবিটি পুনরাবৃত্তি করেন। ট্রাম্প দাবি করেন, তিনি নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং উত্তেজনা কমাতে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা বলছিলেন। তিনি আরও বলেন, পরিস্থিতি যাতে খারাপ না হয়, সেজন্য তিনি বাণিজ্যিক চাপ ব্যবহার করেছিলেন।
ভারত-পাকিস্তান প্রসঙ্গে কথা বলার পর ট্রাম্প ফের বাণিজ্য চুক্তির বিষয়েও মুখ খোলেন। তিনি বলেন, “আমি ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি এবং আমার মনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি খুব শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো।” এই প্রসঙ্গে ট্রাম্প পাকিস্তানের নেতাদের কথাও উল্লেখ করেন এবং জানান তিনি সমস্ত নেতাদের ভালো করে জানেন।