আপনার রাজ্যের ভোটার তালিকায় কি বড় পরিবর্তন আসছে? বিহারের বিতর্কের পর এবার কেন বদলাচ্ছে নিয়ম, জানুন আসল কারণ – এবেলা

এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশন বিহারের পর এবার ১২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনরীক্ষণের (Special Intensive Revision বা SIR) ঘোষণা করেছে। এর মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিও রয়েছে।
এই SIR প্রক্রিয়াটি আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে এবং ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এটি শেষ হবে। উল্লেখ্য, এই প্রক্রিয়ার জন্য মুদ্রণ ও প্রশিক্ষণের কাজ ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে ৩ নভেম্বর পর্যন্ত চলবে। কিন্তু প্রশ্ন হলো, বিহারে SIR প্রক্রিয়া নিয়ে যে তীব্র বিতর্ক এবং আইনি জটিলতা তৈরি হয়েছিল, তার পর এই নতুন পর্বে ঠিক কী কী পরিবর্তন আনা হয়েছে এবং একজন সাধারণ ভোটার হিসেবে আপনার কী করণীয়?
বিহারের SIR থেকে এবার কেন এত আলাদা?
আসলে, এবার ১২ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে যে SIR হতে চলেছে, তা বিহারের প্রক্রিয়ার থেকে অনেকটাই ভিন্ন। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আধার কার্ড প্রসঙ্গে। বিহারে SIR চলাকালীন পরিচয়পত্রের তালিকায় আধারকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা নিয়ে চরম রাজনৈতিক বিতর্ক হয়। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং আদালতের নির্দেশে নির্বাচন কমিশনকে পরে আধার কার্ডকে নথি হিসেবে গ্রহণ করতে হয়েছিল।
কিন্তু এবার SIR-এর ক্ষেত্রে শুরু থেকেই অনুমোদিত নথির তালিকায় আধার কার্ডকে রাখা হয়েছে।
দ্বিতীয় বড় পরিবর্তন হলো সময়সীমা। বিহারে পুরো প্রক্রিয়াটি মাত্র সোয়া দুই মাসের মধ্যে শেষ হয়েছিল। কিন্তু এবার SIR-এর প্রথম পর্ব শুরু হচ্ছে ৪ নভেম্বর, আর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি। অর্থাৎ, এইবার প্রক্রিয়াটি তিন মাসেরও বেশি সময় ধরে চলবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি নিচে দেওয়া হলো:
- পূর্বের নথি থাকলে ছাড়: বিহারে ২০০৩ সালের পরে ভোটার তালিকায় নাম উঠেছে এমন সব ভোটারের কাছ থেকে নথি চাওয়া হয়েছিল। এবার এমন কাঠামো তৈরি করা হয়েছে যে, যদি কোনো ব্যক্তির বাবার নাম শেষ SIR-এর সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থেকে থাকে, তবে সেই ব্যক্তির নাম নথিপত্র ছাড়াই অনুমোদিত হবে।
- অন্য রাজ্যের ক্ষেত্রে ছাড়: পূর্বের SIR-এর সময় অন্য রাজ্যে থাকা কোনো ব্যক্তির আত্মীয় বা পুত্রকে অন্য রাজ্যেও নথি দিতে হতো না, যা এবারও বহাল থাকছে।
- একসঙ্গে ফর্ম জমা: এবার গণনা ফর্মের (Enumeration Form) সঙ্গেই ভোটার তালিকায় নাম যুক্ত করার জন্য ফর্ম-৬ পূরণ করা যাবে। বিহারে অবশ্য ফর্ম-৬ দ্বিতীয় ধাপে গ্রহণ করা হয়েছিল।
দ্বিতীয় ধাপেও বড় পরিবর্তন
SIR-এর দ্বিতীয় পর্ব অর্থাৎ দাবি ও আপত্তির পর্বেও বিহারের তুলনায় পরিবর্তন আনা হয়েছে। এবার যাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা যায়নি, সেই সকলকে নোটিশ পাঠানো হবে এবং তাদের বক্তব্য শোনা হবে। বিহারে শুধুমাত্র নথি জমা দিতে ব্যর্থদেরই নোটিশ পাঠানো হয়েছিল।
কোথায় কোথায় হচ্ছে এই SIR?
বিহারের পর এই ধাপে যে ১২টি রাজ্যে SIR হবে, তার মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, কেরল, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ রাজ্যগুলি অন্তর্ভুক্ত। এছাড়াও, পুদুচেরি, আন্দামান-নিকোবর এবং লক্ষদ্বীপ এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলেও একই প্রক্রিয়া চলবে। এই বিশাল কাজের জন্য প্রায় ৫ লক্ষ ৩৩ হাজার বুথ লেভেল অফিসারকে (BLO) দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রায় ৭ লক্ষ ৬৪ হাজার রাজনৈতিক দলের কর্মীও সক্রিয়ভাবে সহযোগিতা করবেন।