বাংলায় বাতিল সাড়ে ৩ লক্ষ আর্জি! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য পঞ্চায়েত দপ্তরের অনলাইন পরিষেবায় বড়সড় ধাক্কা। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে অনলাইনে নানা শংসাপত্রের আবেদন গ্রহণ শুরু হলেও, বাতিল হয়েছে বিপুল সংখ্যক আর্জি। পরিসংখ্যান অনুযায়ী, মোট আবেদনের ১০ শতাংশেরও বেশি, অর্থাৎ $৩,৫৩,৯৫৯$টি আবেদন বাতিল করা হয়েছে।
ফেব্রুয়ারি মাস থেকে রাজ্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে শংসাপত্রগুলির জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছিল, তার মধ্যে রয়েছে কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট (জাতিগত শংসাপত্রের জন্য প্রধানের শংসাপত্র), ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (আবাসিক শংসাপত্র), ইনকাম সার্টিফিকেট (আয়ের শংসাপত্র), আনম্যারেড সার্টিফিকেট (অবিবাহিত শংসাপত্র) এবং ডিসট্যান্স সার্টিফিকেট।
প্রাপ্ত তথ্য অনুসারে, রাজ্য জুড়ে এই পরিষেবা শুরু হওয়ার পর মোট প্রায় ৩১ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে তিন লক্ষ ৫৩ হাজার ৯৫৯টি আবেদন বাতিল হওয়া স্বাভাবিকভাবেই আবেদনকারী ও প্রশাসনিক মহলে প্রশ্নের জন্ম দিয়েছে। ঠিক কী কারণে এতো বিপুল সংখ্যক আবেদন খারিজ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। আবেদন বাতিলের পিছনে তথ্যের ভুল, প্রয়োজনীয় নথির অভাব নাকি অন্য কোনও প্রশাসনিক কারণ রয়েছে, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।