খুন! গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর – এবেলা

এবেলা ডেস্কঃ
আসানসোল: খুনের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন আসানসোলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বেবি বাউড়ি। শহরজুড়ে এখন একটাই প্রশ্ন, ৬৭ নম্বর ওয়ার্ডের এই প্রভাবশালী নেত্রী কি সত্যিই খুনের সঙ্গে জড়িত? স্থানীয় সূত্রে খবর, বেবি বাউড়ির বাড়ির ঠিক পাশ থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় কার্তিক বাউড়ি নামে এক যুবককে। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযোগের ভিত্তিতে বরাকর থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং প্রাক্তন কাউন্সিলর বেবি বাউড়িকে গ্রেফতার করে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, কে বা কারা এর পিছনে রয়েছে, এবং বেবি বাউড়ির ভূমিকা কী—পুলিশ এখন তার তদন্ত করছে। আপাতদৃষ্টিতে এই খুনের ঘটনায় প্রাক্তন কাউন্সিলরের নাম জড়ানোয় রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে। পুরো ঘটনার নেপথ্যের আসল কারণ জানতে মরিয়া পুলিশ।