তৃণমূলে হুমায়ুন অস্বস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের একবার অস্বস্তি বাড়ালেন দলেরই বিধায়ক হুমায়ুন কবীর। একদিকে যখন এসআইআর (SIR) আতঙ্ক ও সেই কারণে আত্মহত্যা করা প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই SIR সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ বিপরীত সুরে কথা বললেন হুমায়ুন কবীর। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
SIR (স্পেশাল এনরোলমেন্ট ড্রাইভ ফর ইন্টেলিজেন্ট রিক্রুটমেন্ট) বা স্পেশাল এনরোলমেন্ট ড্রাইভের আতঙ্কে রাজ্যজুড়ে বহু মানুষ উদ্বেগ প্রকাশ করছেন। এই আতঙ্কের কারণেই গত সপ্তাহে হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। মৃত প্রদীপের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা হিসেবে পৌঁছেছে।
তবে এর ঠিক উল্টোদিকে অবস্থান নিলেন মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। SIR নিয়ে জনমানসে তৈরি হওয়া আতঙ্ককে উড়িয়ে দিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘SIR নিয়ে ভয়ের কিছু নেই। শুধু বাংলায় SIR হচ্ছে না। বাংলা-সহ একাধিক রাজ্যে এটি করা হচ্ছে। এটি একটি খুব স্বাভাবিক প্রক্রিয়া। ভুয়ো খবর ছড়িয়ে জনমানসে আতঙ্ক না ছড়ানোই ভালো।’
দলের সর্বোচ্চ নেতার পদক্ষেপের ঠিক পরেই বিধায়কের এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসায় তৃণমূলের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। SIR প্রসঙ্গে দলীয় বিধায়ক ও সাধারণ সম্পাদকের মন্তব্যে এমন বৈপরীত্য কেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই দ্বিমুখী বার্তায় দলের অন্দরেও অস্বস্তি বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।