রিজওয়ানের বিদ্রোহ! – এবেলা

এবেলা ডেস্কঃ
শাহিন শাহ আফ্রিদির হাতে ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে মহম্মদ রিজওয়ানের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনাই যেন সত্যি হল। জানা গিয়েছে, সদ্য প্রাক্তন এই ওয়ানডে অধিনায়ক পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে রাজি হননি।
সূত্রের খবর, কেন্দ্রীয় চুক্তির ‘বি’ ক্যাটাগরিতে রিজওয়ানকে অন্তর্ভুক্ত করেছিল পিসিবি। দলের একজন সিনিয়র সদস্য এবং সদ্য দায়িত্ব হারানো অধিনায়ক হিসেবে এই ক্যাটাগরিকে তিনি অপমানজনক বলে মনে করছেন। রিজওয়ান নাকি এই পদমর্যাদা মন থেকে মেনে নিতে পারেননি।
ফলে, নেতৃত্ব হারানোর পর এবার চুক্তিতেও বোর্ডের শর্ত মানতে নারাজ এই তারকা ক্রিকেটার। রিজওয়ানের এই অনড় অবস্থানের জেরে পিসিবির অভ্যন্তরীণ পরিস্থিতি আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে। কেন এমন সিদ্ধান্ত নিলেন রিজওয়ান, এবং এর পরিণতি কী হতে পারে, তা নিয়ে ক্রিকেট মহলে চলছে জোর আলোচনা।
পিসিবির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় চুক্তিতে সই না করার এই সিদ্ধান্ত রিজওয়ান এবং বোর্ডের মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি করতে পারে।