বিয়ের আগেই ‘মা’ হওয়ার অনুভূতি! রশ্মিকার দাবি শুনে তোলপাড় বলিউড – এবেলা

এবেলা ডেস্কঃ

অভিনেত্রী রশ্মিকা মান্দানার এক চাঞ্চল্যকর দাবি ঘিরে সরগরম বলিউড। বিয়ের আগেই নাকি তিনি তাঁর ভবিষ্যৎ সন্তানদের ‘অনুভব’ করতে পারেন। তাঁর এই মন্তব্যে কৌতূহল বেড়েছে অনুরাগী মহলে।

দীর্ঘ সাত বছর ধরে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন রশ্মিকা। গুঞ্জন শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এই তারকা জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। এর মাঝেই রশ্মিকা নিজের অনাগত সন্তানদের নিয়ে এক ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন।

এক সাক্ষাৎকারে রশ্মিকা বলেন, “মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। খুব আগলে রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।”

রশ্মিকার এই আবেগপ্রবণ মন্তব্য তাঁর ও বিজয়ের সম্পর্কের পরবর্তী ধাপ এবং মাতৃত্বের প্রতি তাঁর গভীর আকাঙ্খার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। অভিনেত্রীর এই দাবি বর্তমানে শিরোনামে উঠে এসেছে এবং বলিউড মহলে তা যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *