বড় খবর: লাদাখ সীমান্তে ভারত-চিন বৈঠক, আলোচনার টেবিলে কি এবার বরফ গলল? – এবেলা

এবেলা ডেস্কঃ
লাদাখ সীমান্ত পরিচালনার কৌশল এবং তার ব্যবস্থাপনা নিয়ে ২৫ অক্টোবর ভারতের মলডো-চুশুল বর্ডার মিটিং পয়েন্টে গুরুত্বপূর্ণ বৈঠক করল ভারত এবং চিনের সেনা। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দুই দেশের সেনার মধ্যে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চিনের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই বৈঠকে দুই পক্ষই পারস্পরিক আলোচনা ও কূটনীতির মাধ্যমে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়ার পথে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া গেল বলে মনে করছে বেজিং।
চিনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত ও চিনের মধ্যে এই বৈঠকটি ‘ইতিবাচক’ হয়েছে। উভয় দেশই সীমান্তে স্থিতাবস্থা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী। এই ধরনের আলোচনা সীমান্ত সম্পর্ককে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে বলেই মত সামরিক পর্যবেক্ষকদের।